পায়রা সমুদ্রবন্দর চালু হলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনৈতিক অঞ্চল হবে বরিশাল। এতে অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন হবে, আয় বাড়বে মানুষের। বরিশালে ৫ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারী শিল্পের (এসএমই) পণ্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বান্দ রোডের মেরিন ওয়ার্কশপ মাঠে বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরো বলেন, এসএমই উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন হলে দেশের প্রত্যন্ত এলাকার মানুষও অর্থনৈতিকভাবে সাবলম্বি হবে।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালুকদার মো. ইউনুস এমপি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিবউল্লাহ, বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু, এফবিসিসিআই পরিচালক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান জানান, মেলায় স্টল রয়েছে ৫৬টি। চামরাজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডি ক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোষাক ও ডিজাইন ফ্যাশন সহ স্বদেশী পণ্য বিক্রি করা হবে এসএমই মেলার স্টলগুলোতে। ১২ মার্চ বিকেলে মেলা মাঠে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার।
আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব