চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জনস্বার্থে খাল ও নালার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ হবেই। এ কাজে কাউকে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। অবৈধ দখল করে কেউ রেহাই পাবে না।
বৃহস্পতিবার মহেশখালে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রম পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আবুল হাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী অসীম কুমার বড়ুয়া, উপ-সহকারী প্রকৌশলী সাদরুল হক, ডা. আরিফুল আমিন, এরশাদুল আমিন প্রমুখ।
২০১৫-১৬ অর্থবছরে মহেশখালের ফইল্যাতলী থেকে বড়পুল পর্যন্ত অংশে ১৫ লাখ টাকার মাটি উত্তোলন ও অপসারণ কাজ করা হচ্ছে।
মেয়র বলেন, অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় আইনের যথাযথ প্রয়োগ হবে। এক শ্রেণির নাগরিক স্বেচ্ছায় বা অনিচ্ছায়, স্বজ্ঞানে ও অজ্ঞানে খাল ও নালায় যাবতীয় বর্জ্য ফেলছে। ফলে খাল ও নালা প্রতিনিয়ত ভরাট হচ্ছে। তাছাড়া অবৈধভাবে দখল করে ঘর-বাড়ি, দোকান-পাট এবং স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করছে। এ কারণে স্বাভাবিক পানি চলাচলে বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। এ সমস্যা নিরসনে খাল ও নালা-নর্দমায় আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব