চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার নেভাল এলাকা থেকে একটি দেশীয় পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রধারী ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আবুল কাশেম (৩০) এবং রফিকুল মওলা ফাহিম (৩০)।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পতেঙ্গা নেভাল এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবক পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ