হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে আড়াই কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। ঢাকা কাস্টমস্ হাউজের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে টেপ দিয়ে স্বর্ণগুলো মোড়ানো অবস্থায় ছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ