রাজধানীর কল্যাণপুর টেকনিক্যাল এলাকায় ট্রাকের ধাক্কায় হাবীবুল্লাহ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাবীবুল্লাহ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রবিউল আলমের ছেলে। তিনি রাজধানীর আদদ্বীন হসপিটালে ব্রাদার হিসেবে চাকরি করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, ভোরে হাবীবুল্লাহ তার দুলা ভাই ফারুককে নিয়ে রিকশায় বাসায় যাচ্ছিলেন। এ সময় টেকনিক্যাল এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক হাবীবুল্লাহকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ