রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকার তেলের পাম সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী ও চালক কাল্লু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থা অজ্ঞাতপরিচয় ওই (পুরুষ) ব্যক্তি মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ