নারায়ণগঞ্জের বন্দরে মোহাম্মদ লিয়ন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলান্দি এলাকার পিয়ার ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
লিমন সোনারগাঁও উপজেলার এলাহী নবীনগর এলাকার মোতালেবের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ