ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হিসেবে এই প্রথম কোনো নারীকে নিয়োগ দিল সরকার। সুপ্রিমকোর্টের সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমকে এই পদে নিয়োগ দেয়া হয়।
বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবা রহমান সরকার সর্বশেষ দায়িত্ব পালন করেছিলেন। তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করে মন্ত্রণালয়ের প্রেষণে নিয়োগ দেয়ায় এই পদে কাউকে পূর্ণ নিয়োগ দেয়া হয়নি। পরে জেসমিন আরা বেগমের নাম প্রস্তাব করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের সভায় সুপারিশ করে। সুপ্রিম কোর্টের সুপারিশ মোতাবেক তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।
জেসমিন আরা বেগম বর্তমানে মহানগর অতিরিক্ত দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে আগামী ২০ মার্চ যোগ দিতে বলা হয়েছে ওই চিঠিতে। তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ