রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা থেকে ডিশ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে শামীম রেজা নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিঠে গুলিবিদ্ধ আল আমিনকে (১৮) রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক শামীম রেজা বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ডিশ সংযোগের বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এএসআই শামীমকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব