রাজধানীর গুলশান-২ নম্বরের ৫৫নং সড়কের একাংশে সামান্য ধস দেখা দিয়েছে। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার অতিকুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে একটি বিশেষ ইউনিট সেখানে গেছে। তারা কারণ খতিয়ে দেখবে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এমন ঘটনা শুনেছি। পাশের লেকের কারণে এই ধস হতে পারে বলে মনে করছি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব