রাজধানীর বনানীর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (৪০) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
নিহত মাসুদ রানা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সমির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্ত্রী কোহিনুর বাংলানিউজকে জানান, সকালে মাসুদ কিশোরগঞ্জে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিছিন্ন হয়ে যায় মাসুদের। ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব