চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত গৃহকর্মী বুলবুল (১৪) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বুলবুল পাঁচতলার উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। রাত তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন