চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ মো. শফিককে (৪০) গ্রেফতার করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত শফিক কক্সবাজারের টেকনাফ থানার কুলালপাড়া এলাকার সুলতান আহম্মদের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন