ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, শিক্ষাহীন জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। স্বনির্ভর দেশ গঠনে বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ জন্য একজন শিক্ষার্থী শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাকে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সকল প্রকার কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে।
শুক্রবার সকালে নগরীর ঐতিহাসিক মুসলিম হলে ন্যাশনাল ইংলিশ স্কুল চট্টগ্রাম আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সাইফুদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. রেজাউল হক চৌধুরী। উপস্থিত ছিলেন এড. নাছির উদ্দিন আহমদ, প্রফেসর মনোয়ার আহমদ, মাহমুদুল আমিন খান, ইঞ্জিনিয়ার এহসানুল হক, ডা. মুনিরুল আলম, স্কুলের কো-অর্ডিনেটর মিসেস ফাহমিদা নুর খান ও এইচ এম এহসান আল-কুতুবী প্রমুখ।
অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন