বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশকে এক সময় অনেকে তলাবিহীন ঝুঁড়ি আখ্যা দিত। কিন্তু বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের দৃষ্টান্ত। অর্থনীতির উত্থানে বিশ্বের ১১টি দেশের মধ্যে বাংলাদেশ এখন অন্যতম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়ন সাধিত হচ্ছে, তার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী ২৪ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।
তোফায়েল আহমেদ বলেন, দেশে অনেকে আজ মধ্যবর্তী নির্বাচনের অলীক স্বপ্ন দেখছেন। কিন্তু আমরা বলব- দেশ এবং দেশের রাজনীতি বর্তমানে যে গতিতে চলছে, সেভাবেই চলবে। সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই আগামী নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী। এটি বন্দর নগরীও বটে। দেশে এই নগরের ব্যাপক গুরুত্ব আছে। তাই সরকার সব সময় চট্টগ্রামের গুরুত্বের কথা চিন্তা করেই দেশের উন্নয়নে সিদ্ধান্ত নেয়। সামনে চট্টগ্রামের জন্য অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আপনারা এ সরকারের উপর আস্থা রাখুন। ধীরে ধীরে উন্নয়ন কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন