রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ভবনের ৮ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত।
তিনি জানান, ৯ তলা ভবনের ৮তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব