ঢাকার অদূরে সাভার সদর ইউনিয়নের ১নং কলমা এলাকায় ইসমাইল (১২) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ইসমাইলদের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।
ইসমাইল স্থানীয় ওয়াজ আলী স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। পরিবারের সাথে ইসমাইল ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে। নিহত শিশুর বাবা মন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব