একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
এর আগে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কবি রফিক আজাদের হার্ট সচল রাখা হয়েছিল। রক্তে ইনফেকশন (সেফটি মেনিয়া) দেখা দেয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৬/ রশিদা