রাজধানীর লালবাগের আজীমপুর মৌচাক কলোনিতে গাছের ডালে আটকে পড়া ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়জিদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ ওই কলোনিতে পরিবারে সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
বায়জিদের বড়ভাই মীর তৌহিদুল ইসলাম জানান, একটি গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে তার ছোট ভাই বায়জিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব