রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজন পাশের দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার জীবন (১৫) গুরতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, পুলিশ ঘাতক ট্রাকটিসহ এর চালককে আটক করেছে। ট্রাক চালকের নাম মনিরুল ইসলাম। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/শরীফ