উইমেন এন্ট্রারপ্রিনিয়রস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, যেভাবে প্রতিনিয়ত শিশু খুন হচ্ছে তাতে এখন টিভি খুলতে ভয় পাই। পত্রিকা খুলতে ভয় পাই। পত্রিকা খুললেই শিশু হত্যার খবর! আমাদের শিশুরা কী দেখতে দেখতে বড় হচ্ছে? কেন হচ্ছে এগুলো?
শনিবার বিকেলে ইডব্লিউএমজিএল- এর কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'আমাদের শিশু আমাদের দায়িত্ব' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। বসুন্ধরা গ্রুপের টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর'র হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, পীর মেসবাহ, নূরজাহান বেগম, আমাদের অর্থনীতি'র সম্পাদক নাঈমুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনীতিক শামা ওবায়েদ, নিউজ টুয়েন্টিফোর'র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, ইন্ডিপেন্ডেন্ট টিভি'র অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান প্রমুখ।
নারী উদ্যেক্তা নাসরিন আউয়াল মিন্টু বলেন, আমরা বলছি শিশুরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু তাদেরকে কী শেখাচ্ছি? কী দিচ্ছি? আমাদের স্কুল আছে অসংখ্য কিন্তু খেলার মাঠ নেই। সাংস্কৃতিক কোন কর্মসূচি নেই। খেলার মাঠের বদলে শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছি একটা কম্পিউটার। এভাবে আবদ্ধ পরিবেশে বড় হয়ে ওই শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি কতটুকু হচ্ছে? ধনী ঘরের সন্তানদের জন্য ভালো ভালো স্কুল আছে, দরিদ্রদের জন্য কোথায়? প্রান্তিক স্কুলগুলোর শিক্ষকরাও সবাই প্রশিক্ষণপ্রাপ্ত নয়। আবার ঘরে শিশুকে শিক্ষা দেয়ার সময় আমাদের নেই। নানাভাবে আমরা আমাদের শিশুদের বঞ্চিত করছি।
সমাজে শিশু নির্যাতন ও শিশু হত্যা বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যে শিশুদের আমরা বলছি ভবিষ্যৎ, সেই শিশুদের ছোট্ট একটা বিষয়ের জন্য, সামান্য কিছু টাকার জন্য মেরে ফেলব! গুম করব! এভাবে শিশু হত্যা আর দেখতে চাই না।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/ এস আহমেদ