আর্থিক অসচ্ছলতায় হতাশ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শাহানারা বেগম নামে এক তরুনী।
শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজীদ থানাধীন ফরিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আর্থিক অসচ্ছলতা এবং পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে হতাশাগ্রস্থ ছিল শাহানারা। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে শাহানারার লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন