চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮৫ জন এবং নিয়মিত মামলার ৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন জনের কাছ থেকে চোলাই মদ, গাঁজা ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন