যাদের উপর নির্ভর করে দেশ এগিয়ে যাবে, যারা আগামি দিনের ভবিষ্যৎ সেই শিশুদের এভাবে ঝরে পড়া আমাদের শঙ্কিত করে।
নেপোলিয়ান বলেছিলেন, আমাকে তোমরা একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। আজ যেন মনে হয় শিশুরা বলছে, তোমরা আমাদেরকে একটি সুস্থ্য শৈশব দাও, আমরা তোমাদের শিক্ষিত জাতি দেব।
শিশুরা প্রাগৈতিহাসিক কাল থেকেই নির্যাতিত হচ্ছে। কারণ, তাদের প্রতিরোধ করার ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা শিশু হত্যা করে তারা মানবতাবিরোধী অপরাধ করছে। আজ বিচার হচ্ছে। সম্প্রতি ঘটনাগুলোর পেছনে আমরা প্রতিহিংসা, অতিরিক্ত উচ্চাশা এবং সামাজিক অবক্ষয়সহ আরো অনেক কারণ দেখতে পাই। তাই শুধু আইন নয়, শিশু নির্যাতন বন্ধে সবার মানসিকতারও পরিবর্তন করতে হবে।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন