চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।
রবিবার ভোর ৬টার দিকে উপজেলার জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা ও দুই ছেলে। তাদের তিনজনের বাড়ি মহাজনহাট নামক স্থানে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।
জানা যায়, তারা ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব