রাজধানীর দারুসসালামে বাসার ভেতরে ঢুকে লুৎফুল বারী (৪২) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে টুলারবাগ এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহত লুৎফুল বারী একজন সফটওয়্যার ব্যবসায়ী। তার পিতার নাম মৃত ইদ্রিস আলী।
জানা যায়, দুর্বৃত্তদের হামলার সময় লুৎফুল বারী ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে আসে। এর মধ্যে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব