চট্টগ্রামে অভিযান চালিয়ে শিবির ক্যাডারসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এবং রবিবার ভোরে পৃথক দু অভিযান পরিচালনা করে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, শনিবার সারারাত নগরীর পতেঙ্গা এবং ইপিজেড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ আট ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সোহেল রানা, কাজী জনি, আবদুস সালাম, রুবেল শফিক, কায়েস, সায়মুম শাহেদ, মোবারক হোসন এবং সোহাগ হাওলাদার।
বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার বলেন, রবিবার ভোরে উপজেলার পূর্ব চাম্বল এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ শিবির ক্যাডার মো. রিপনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া রিপনের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ ৮টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৬/ রশিদা