সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিন'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মিলনমেলা বসেছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা ও মিষ্টিমুখ করার পরে সংক্ষিপ্ত সুধী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
সুধী সমাবেশে বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেলের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। দলমত নির্বিশেষে, নিরপেক্ষতা বজায় রেখে চলেছে বাংলাদেশ প্রতিদিন। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ প্রতিদিন আপোসহীন ভূমিকা রেখে চলেছে। যে কারণে পত্রিকাটি সকল শ্রেণীর পাঠকের কাছে সমাদৃত হয়ে আসছে এবং বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা লাভ করেছে।
বক্তারা বাংলাদেশ প্রতিদিন’র আগামী যাত্রার শুভ কামনা জানান।
বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদর“জ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক সুজাত আলী, বাবর হোসেন, ওয়েছ খসর“, মনোয়ার জাহান চৌধুরী, আশরাফ চৌধুরী রাজু, মুহিত চৌধুরী, শফিকুর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, প্রভাষক প্রণব কান্তি দেব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ চৌধুরী, ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত র“ম্মান, সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরো অফিসের স্টাফ ফটোসাংবাদিক নাজমুল কবীর পাভেল, ব্যবসায়ী নেতা সুবেদার আহমদ মুন্না, রিয়াদুল হাসান রুহেল, ক্রীড়া সংগঠক আবদুল কাদের, সাংবাদিক শাহ সুহেল, মামুন হাসান, টুনু তালুকদার, শাহীন আহমদ, তুহিন চৌধুরী, খলিলুর রহমান, রফিকুল ইসলাম কামাল, আসাদুজ্জামান নয়ন, ইমরান আহমদ, আলাউদ্দিন হেলাল, মোহাম্মদ এনামুল কবীর, দিব্য জ্যোতি সী, আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৬/ রশিদা