রাজধানীর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
তিনি বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ রেলওয়ে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৬/মাহবুব