দলের সিনিয়র নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার রাতে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার, কারাবন্দি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলাসহ রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন