চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নিজ ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সারোয়াতলী শীল পাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন- শীল পাড়ার অসীম শীলের স্ত্রী শেলী শীল (৩৫) ও তার মেয়ে অন্তরা শীল। ওই দম্পতির আট মাস বয়সী আরও একটি সন্তান রয়েছে।
বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, “পাঁচবছর বয়সী শিশুটি বিছানায় এবং তার মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে কোনো এক সময় মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মা আত্মহত্যা করেছেন।”
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সোমবার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর শেলী একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখেন। রাতে কেউ তাকে না ডাকলেও সকালে আট মাসের বাচ্চার কান্না শুনে শাশুড়ি সবিতা শীল ঘরের দরজা খুলে শেলীকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় অন্তরার লাশ দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব