কুমিল্লায় জাল দলিল করে সম্পত্তি আত্মসাতের অভিযোগে মনিরুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি দল কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।
দুদক সূত্র জানায়, হোমনা উপজেলার ছোটঘাড় মোড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম তার ফুফুর ৭৬ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নেয়।
এ ঘটনায় গত বছরের ৩০ জানুয়ারি হোমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম। পরে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
দুদক কুমিল্লার উপ-পরিচালক মো.আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারের পর তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪