যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকের কথা শফিক রেহমান স্বীকার করেছেন বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘রিমান্ডে শফিক রেহমান জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। বৈঠকে যারা ওই পরিকল্পনায় অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, ‘রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া গেছে। সেগুলো কর্মকর্তারা তদন্ত করে দেখছেন। এছাড়া তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টায় টাকা পয়সা দেওয়া নেওয়ার বিষয়েও তথ্য পেয়েছি। কত এবং কিভাবে সে অর্থ লেনদেনের কথা হয়েছে তা আমরা তদন্ত করছি।’
‘তবে রিজভী আহমেদ সিজারকে জিজ্ঞাসাবাদ করতে পারলে এ বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য জানা যাবে।’
অপর প্রশ্নের জবাবে উত্তরে ডিএমপির মুখপাত্র বলেন, ‘বিএনপির আরও একজন নেতার নাম উঠে এসেছে। তিনি শফিক রেহমানকে বৈঠকের জায়গাটি চিনিয়ে নিয়ে গিয়েছিলেন। তাকেও তদন্তের আওতায় আনা হবে।’
এর আগে, সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় গত ১৬ এপ্রিল রাতে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব