গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের বরখাস্তের আদেশ সর্বোচ্চ আদালত স্থগিত করার পর নতুন অভিযোগপত্রে নাম আসায় তাকে আবারও সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার বরখাস্তের সেই আদেশ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, “মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তার দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ হতে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।”
এর আগে, নাশকতার মামলায় আদালতে অভিযোগ দায়েরের পর গত বছরের ১৯ অগাস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে সরকার। এরপর চলতি বছরের ১১ এপ্রিল মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
হাইকোটের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান আপিল বিভাগে মান্নানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানালে তাতে সাড়া মেলেনি। উচ্চ আদালতের রায়ে মেয়র পদে ফেরার সুযোগ সৃষ্টি হওয়ার এক সপ্তাহের মাথায় মেয়র মান্নাকে আবারও বরখাস্ত করল সরকার।
প্রসঙ্গত, জামিনে কারামুক্ত হওয়ার দেড় মাসের মাথায় গত ১৬ এপ্রিল বিএনপি নেতা মান্নানকে নাশকতার আরও দুই মামলায় গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব