সেবা সপ্তাহ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিস্বার্থ সেবার অঙ্গিকার’ এ স্লোগানে আগামী ২৪ থেকে ২৮ এপ্রিল বিশেষ সেবা সপ্তাহ শুরু হবে।
পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর, সহজে পাসপোর্ট প্রদান ছাড়াও অনলাইনে পাসপোর্টের আবেদন ফরম পুরণ, হার্ডকপি আবেদন ফরম পূরণ করে দেওয়া হবে সেবা সপ্তাহে। এছাড়া পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অতিরিক্ত তিনটি কাউন্টার খোলা হবে। সেখান থেকে নাগরিকরা সহজে পাসপোর্ট ফরম পূরণ ও পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারবেন।
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক রোতিকা সরকার জানান, আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাও পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর থেকেই রাজশাহীতেও পাসপোর্ট সংক্রান্ত অতিরিক্ত সেবা দেওয়া হবে। এছাড়া সেবা সপ্তাহে পাসপোর্ট নিয়ে মানুষের অভিযোগ শোনা ও পরামর্শ গ্রহণ করা হবে।
রোতিকা সরকার জানান, পাসপোর্ট নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দুর করে সহজীকরণ এবং জনগনের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাসপোর্ট অফিস জনবান্ধব ও সব সেবা সহজেই পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ রশিদা