চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটক থেকে আবারও গ্রেফতার হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ ইজাহার।
মঙ্গলবার দুপুরে কারা ফটক থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন।
এর আগে, ২০১৫ সালের ২০ জানুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পরও কারা ফটক থেকে তাকে অন্য মামলায় গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।
ওসি জসীম উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মুফতি হারুণের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বেলা ১২টার দিকে হারুণকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান।
হারুণ ইজাহার হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর লালখানবাজারে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রবাসের দায়িত্বে ছিলেন মুফতি হারুণ নিজে। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ড গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। সবগুলো মামলাতেই বাবা ও ছেলেকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব