চট্টগ্রামে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি দশ লাখ টাকার সম্পদ অর্জনের দায়ে নাঈমুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদ থেকে দুদক কর্মকর্তা রঈস উদ্দিন আহমেদের নেতৃত্বে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোগ্যপণ্য ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া বলেন, ২০১৫ সালের ২৭ জুলাই জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি দশ লাখ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে এ ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে দুদক। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ীকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব