সিলেট নগরীর চৌহাট্টায় দিনদুপুরে এক ইন্সুরেন্স কর্মীকে অপহরণকালে এক অপহরণকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তার কাছ থেকে একটি খেলনার পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
আটক খন্দকার মেহেদী জামান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের খন্দকার সুরুজ্জামানের ছেলে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, সিলেটের দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত আবদুল কাশেমের ছেলে প্রাইম ইন্সুরেন্স কোম্পানির কর্মী আবদুল হান্নান জুয়েল মোটর সাইকেলযোগে চৌহাট্টার দিকে আসছিলেন। আলীয়া মাঠের পশ্চিম পাশে আসার পর পেছন থেকে আরেকটি মোটর সাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন খন্দকার মেহেদী জামান। এসময় জামানের সহযোগী লিমন, জামিল ও অপর এক যুবক এসে তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয়। অটোরিকশাটি চৌহাট্টা এলাকায় আসলে জুয়েলের শোরচিৎকারে লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে জুয়েলকে রেখে অটোরিকশাযোগে তিন অপহরণকারী পালিয়ে যায়। এসময় জনতা মোটর সাইকেলসহ খন্দকার মেহেদী জামানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় খন্দকার মেহেদী জামান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব