চট্টগ্রাম নগরীতে অস্ত্রের মুখে জিম্মি করে দু'ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার দু'ব্যক্তির অভিযোগ, ঘটনার সময় অদূরেই অবস্থান করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তাদের দাবি, এসময় তাদের এগিয়ে আসার অনুরোধ করা হলেও পুলিশ সদস্যরা নিবর দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিলেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নেভাল বোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের কথা শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছিনতাইয়ের শিকার শেখ রিফাত মাহমুদ ও শেখ রিয়াজ মাহমুদ বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জুবলী রোড শাখা থেকে টাকা উত্তোলন করে ব্র্যাক ব্যাংকের কাজীর দেউরী শাখায় টাকাগুলো জমা দিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা নেভাল মোড় এলাকায় আসলে চার যুবক একটি সিএনজি ট্যাক্সিতে করে এসে তাদের গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সময় অদূরেই অবস্থান করছিল কয়েকজন পুলিশ সদস্য। ছিনতাইকালে তাদের সাহায্য চাওয়া হলেও তারা এগিয়ে আসেনি বলে তারা অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৬/মাহবুব