রাজধানীর হাজারীবাগ এলাকায় রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মো. খলিল (৩৫) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত খলিল মাদারীপুর জেলার শিবচর বেপারীকান্দির বাসিন্দা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলের স্ত্রী আঁখি আক্তার জানান, একটি সিএনজি পাম্পের ছাউনিতে রং করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় তার স্বামী। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে খলিলকে মৃত ঘোষণা করেন। তারা হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় ভাড়াবাসায় থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ