বরিশাল থেকে অপহরণ করে নিয়ে আসা তিন শিশুকে উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
অপহরণের শিকার শিশুরা হলো- ডালিম (১২), অনন্যা (৫) ও লাবনী (৭)। তাদের সবার বাড়ি বরিশাল। এ সময় পুলিশ বিআরটিসির একটি বাসও জব্দ করেছে।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, বরিশাল থেকে তিন কন্যাশিশুকে অপহরণ করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ আগে থেকে বিআরটিসির কাউন্টারে অবস্থান নেয়। বাসটি আসার পর ওই বাস থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ