রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে মুয়াজ্জিন বিল্লাল হোসেন (৫২) হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই চারজনকে আটকের বিষয়টি জানিয়েছেন পুলিশের লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোণা, নড়াইল, ইসলামপুর ও কেরাণীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর ইসলামপুরে একটি জামে মসজিদের সিঁড়ি থেকে বিল্লাল হোসেন (৪৯) নামে ওই মুয়াজ্জিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ