গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেলসহ ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল দিবাগত রাতের বিভিন্ন সময় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন। এ সময় আটককৃতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ৯ লাখেরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ গাজীপুর উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকা ডাকাতি হয়। পরে তা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ