রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালিতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও রংপুর ফায়ার সার্ভিসের রেসকিউ কর্মকর্তা আব্দুল আজিজ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল লতিফ বলেন, ''তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে। বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দু'জনের মৃত্যু হয়।”
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লা বলেন, হাসপাতালে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/রশিদা/মাহবুব