লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশের বর্তমান অবস্থা ভয়াবহ ও ভীতিকর। দেশ অনিশ্চিয়তার দিকে ধাবিত হচ্ছে।
আজ বুধবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে উপস্থিত পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
কর্নেল অলি আরো বলেন, কারো মনে শান্তি নাই, স্বস্তি নাই, যাওয়ার কোনো জায়গা নাই। শুধু পকেটে কিছু টাকা আর পেটে ভাত থাকলে হয় না, প্রয়োজন মানসিক শান্তি এবং দেশে শাস্তি। এক কথায় বলতে গেলে সব সমস্যার সমাধান হলো রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ। প্রতিশোধ ও প্রতিহিংসা পরিহার করে, প্রতিশোধের রাজনীতি-আচরণ বন্ধ করে, বর্তমান অস্বস্থিকর অবস্থা থেকে পরিত্রাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
কর্নেল অলি বলেন, মেরুদণ্ডহীন ও সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্য একজন নির্বাচন কমিশনারও বলেছেন যে, তারাও অসহায়। সুতরাং এই অবস্থায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করাটাই হবে অবাস্তব। কারণ বিগত প্রায় দুই বছর ধরে অধিকাংশ এলাকায় দিনের বেলা নির্বাচন হয়নি। নির্বাচনের সময় সরকারি বাহিনী দ্বারা ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে।
কর্নেল অলি বলেন, দেশে আজ চরম অরাজকতা বিরাজ করছে, যত্রতত্র প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চলছে, গোলাগুলি, গুম, গুপ্তহত্যা, সরকারি জমি দখল, ফুটপাত দখল নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অন্যদিকে, দুর্ঘটনা, শিশু অপহরণ, বলৎকার, খাদ্য-দ্রব্যে ভেজাল এবং সর্বোপরি নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিছু কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারি সরকারি দলের সদস্য হিসাবে নিজকে পরিচালিত করছে, ফলে আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতারও কোনো বাধ্যবাধকতা নাই। মানুষের জীবনের কোনো মূল্য নাই।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন