ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক। বাংলাদেশি রাখালরা ভারত থেকে গরু আনার সময় এগুলোও নিয়ে আসছে।
বুধবার গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন এ তথ্য জানান।
এ বিষয়ে সীমান্ত এলাকায় অপরাধ ঠেকাতে বিজিবি টহল আরও জোরদার করেছে বলেও জানান তিনি। বুধবার দুপুরে রাজশাহীতে-১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন আয়োজিত গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরও জানান, ২০১৫ সালে বিজিবি সদস্যরা ৩১টি পিস্তুল ১২২ রাউন্ড গুলি ও সোয়া আট কেজি গান পাউডার জব্দ করেছে। বর্তমানে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান আছে। তাদের কাছে গোয়েন্দা তথ্য এসেছে যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় যে সমস্ত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহৃত হচ্ছে সেগুলো প্রতিবেশী দেশ থেকে আসছে এবং এগুলো বাংলাদেশি রাখাল সেজে ভারত থেকে নিয়ে আসছে। সেজন্যই সাম্প্রতিককালে বিজিবি বাংলাদেশ থেকে ভারতে রাখাল যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা কখনই গরু বা মহিষ আসা বন্ধ করেনি।
কর্নেল জাকির হোসেন বলেন, ‘আমাদের শুধু একটিই শর্ত যে, বাংলাদেশ থেকে কোন রাখাল ভারতে প্রবেশ করবে না। যাতে এ সব রাখালের সঙ্গে কোন অপরাধী ভারত থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক নিয়ে আসতে না পারে।’
অনুষ্ঠানে বিজিবির রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন ব্যাটেলিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন