জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ করবে শিক্ষার্থীরা।
গত ৬ এপ্রিল পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পূর্বপাশে একরামপুর মোড়ে নাজিমুদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভড়াউট গ্রামে। এ ঘটনায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৬/ রশিদা