বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে নৌযান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের ফলে খুলনাঞ্চলে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
নৌযান শ্রমিক নেতাদের দাবি, তাদের ধর্মঘটে খুলনায় নড়ছে না নদ-নদীর পানি। ধর্মঘটের কারণে খুলনা ও মংলা থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। এমনকি কোনো যানবাহনও আসেনি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আজ সকাল ৮টা ৪৮ মিনিটে বলেন, কেন্দ্রের ডাকা ধর্মঘট খুলনায় সর্বাত্বকভাবে পালিত হচ্ছে।
তিনি দাবি করেন,এ ধর্মঘটে খুলনা ও মংলায় নড়ছে না নদ-নদীর পানি। নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ায় শিল্পনগরী খুলনা ও মংলা বন্দরে অবস্থানরত সব ধরনের দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ বন্ধ রয়েছে। এ ছাড়া খুলনা ও মংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ