রাজধানীতে ১৮ ছিনতাইকারীকে অাটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল, ৬টি ল্যাপটপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ করে অাসছিল। বুধবার ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ