নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ ভেসে উঠেছে। তবে এখন পর্যন্ত তার মা নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় শিশুটির লাশ ভেসে ওঠে।
গতকালের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার বছর বয়সী সাফিনের লাশ ভেসে ওঠার পর তার মা সেতু বেগমের সন্ধানে সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের চার বছর বয়সী শিশু নিখোঁজ হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ তল্লাশি শুরু করে। জানা যায়, নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ১০-১২ যাত্রী নিয়ে একটি নৌকা পারাপারের সময়ে বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও ছেলে সাফিন (০৪)।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৬/ রশিদা